Ticker

6/recent/ticker-posts

জীবের বংশগতি ও বিবর্তন


 


প্রিয় SSC শিক্ষার্থী বন্ধুরা,

করোনা পরিস্থিতির জন্য একটা দীর্ঘ সময় ধরে তোমাদের পড়াশোনায় আগের মতো ধারাবাহিকতা নেই। যার ফলে বোর্ড পরীক্ষার সুষম প্রস্তুতি নিশ্চিতকরণে অনেকটাই বন্ধুরতা সৃষ্টি হয়েছে। একাডেমিক পড়াশোনা বাসায় হওয়ায়, তোমরা কতটুকু শিখেছো এবং তার কতটা ধারণ করেছো তা নিয়েও সংশয় সবার মনে। শুনো, চিন্তিত হওয়ার কিছু নেই! তোমাদের প্রস্তুতির এমন প্রতিবন্ধকতা উত্তরণেই “করতে রেজাল্ট বেস্ট, দাও মডেল টেস্ট” এই মূলমন্ত্রকে ধারণ করে Liton Das ’ নিয়ে এসেছে ‘SSC 2021 রিভিশন + মডেল টেস্ট’ কার্যক্রম.।  বিস্তারিত জানতে পাশে থাকুন,-

সাজেশন বইটি নিতে যোগাযোগ করুন -০১৭৯৮৬৮৬৪৩২(লিটন দাস)

আজ আমি তোমাদের সাথে জীববিজ্ঞান এর জীবের বংশগতি ও বিবর্তন প্রশ্ন 


দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও বিবর্তন

লিটন দাস

(ক) জ্ঞানমূলক প্রশ্ন :

১। জিন কী? [ঢাকা বোর্ড-২০১৫]

২। জৈব বিবর্তন কী? [সিলেট বোর্ড, ২০১৫]

৩। লোকাস (Locus) কী? [রাজশাহী বোর্ড, ২০১৫]

৪। অর্গানিক ইভোলিউশন কী?

৫। বিবর্তন কী?

৬। থ্যালাসেমিয়া মেজর কী?

৭। বংশগতি কাকে বলে?

৮। বংশগতি বিদ্যা কী?

৯। বংশগতি বিদ্যার জনক কে?

১০। DNA কী?

১১। DNA এর পূর্ণরূপ কী?

১২। DNA টেস্ট কী?

১৩। চার্লস রবার্ট ডারউইনের লেখা বইটির নাম কী?

১৪। অটোজোম কী?

১৫। FACTOR কী?

(খ) অনুধাবনমূলক প্রশ্ন :

১। Rh ফ্যাক্টর বলতে কি বুঝ? [ঢাকা বোর্ড-২০১৫]

২। বিবর্তন বলতে কি বুঝ? [ঢাকা বোর্ড-২০১৫]

৩। থ্যালাসেমিয়া কেন হয়? ব্যাখ্যা কর। [যশোর বোর্ড, ২০১৫]

৪। বংশগতি বলতে কী বুঝায়? [সিলেট বোর্ড, ২০১৫]

৫। বিবর্তন বলতে কী বুঝায়?

৬। এন্টিবায়োসিস বলতে কী বুঝায়?

৮। পিউরিন এবং পাইরিমিডিন নাইট্রোজেন বেসগুলোর নাম লিখ।

৯। DNA রেপ্লিকেশন বলতে কী বোঝায়?

১০। লোকাস বলতে কী বোঝ?

১১। লিউকেমিয়া বলতে কী বুঝায়?

১২। অনুলিপন বলতে কী বোঝ?

১৩। থ্যালাসেমিয়া কেন হয়? ব্যাখ্যা করো।

১৪। মিউচুয়ালিজম বলতে কী বোঝায়?

১৫। DNA অনুলিপন প্রক্রিয়াটি অর্ধ-রক্ষণশীল কেন?

১৬। Y ক্রোমোসোম অন্য ক্রোমোসোম থেকে ভিন্ন কেন?

১৭। বিবর্তন বলতে কী বোঝায়?

১৮। DNA ও RNA এর মধ্যে পার্থক্য লিখ।

১৯। DNA ও RNA এর দুটি পার্থক্য লেখ।

২০। কালার ব্লাইন্ড বলতে কী বোঝ?

২১। আদি ও প্রকৃত কোষের গঠনগত পার্থক্য লিখ।

২২। ক্রোমোসোম কে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন?

২৩। জীবের একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে এবং কীভাবে?

২৪। প্রকট ও প্রচ্ছন্ন জিনের মধ্যে পার্থক্য লিখ।

২৫। পারকিনসন রোগের কারণ কী?

২৬। RNA কী দিয়ে গঠিত লেখো।

২৭। DNA অনুলিপনকে কেন অর্ধ-রক্ষণশীল বলা হয়?

২৮। অভিযোজন বলতে কী বুঝায়?

২৯। ম্যাকরোফাইট কী? ব্যাখ্যা কর।

৩০। DNA অনুলিপন বলতে কী বোঝায়?

৩১। প্রজাতি টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব লেখ।

৩২। সন্তানসন্ততি হুবহু পিতার-মাতার মতো হয় না কেন?

৩৩। একটি জিনকে এখন প্রকট জিন বলা যায়?



(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :


১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[সিলেট বোর্ড, ২০১৫]

সজলের বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত। তাই সজল তীব্র থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছে। ডাক্তার নির্দিষ্ট ঔষধ ও নির্দিষ্ট সময় পরপর রক্ত পরিবর্তন চিকিৎসা সেবা দিয়েছেন। উক্ত রোগে উন্নত চিকিৎসা সম্বন্ধে জানতে চাইলে তিনি বললেন এক্ষেত্রে জিন প্রকৌশল অধিক কার্যকর।

(গ) রোগটি সজলের দেহে সঞ্চালিত হওয়ার কারণ ব্যাখ্যা কর। ৩

(ঘ) উন্নত চিকিৎসা সম্বন্ধে ডাক্তারের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর। ৪

২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

(গ) উদ্দীপকে কোন প্রক্রিয়াটি ইঙ্গিত করা হয়েছে?- ব্যাখ্যা করো।

(ঘ) উল্লিখিত বস্তুটির মাধ্যমে কীভাবে অপরাধী শনাক্ত করা সম্ভব- বিশ্লেষণ করো।

৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

রানা প্লাজায় দূর্ঘটনায় মৃতদেহ বিকৃত হবার কারণে আত্মীয় স্বজনেরা তাদের আপনজনদের শণাক্তকরণে ব্যর্থ হয়। ফলে কর্তৃপক্ষ একটি বিশেষ পদ্ধতিতে তাদের শনাক্তকরণের ব্যবস্থা করেন। চিকিৎসা বিজ্ঞানে এ পদ্ধতির সাহায্যে অপরাধী শনাক্তকরণ করা হচ্ছে।

(গ) কর্তৃপক্ষের গৃহীত পদ্ধতি কীভাবে সম্পন্ন হবে? ব্যাখ্যা কর।

(ঘ) উক্ত ধরনের প্রযুক্তি অর্থনৈতিক উন্নতির সাথে সম্পর্কিত- যুক্তিসহ বিশ্লেষণ কর।

৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

ক্রোমোসোম → X ক্রোমোসোম → Y উভয় ক্রোমোসোমের প্রধান উপাদান পলিনিউক্লিওটাইড যাতে থায়ামিন বিদ্যমান।

(গ) উদ্দীপকে উল্লিখিত পলিনিউক্লিওটাইডটির রাসায়নিক উপাদান ব্যাখ্যা করো। ৩

(ঘ) লিঙ্গ নির্ধারণে উদ্দীপকের উল্লিখিত ক্রোমোসোমগুলির ভূমিকা বিশ্লেষণ করো। ৪




৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

ক্রোমোসোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় এবং উঘঅ কে আণবিক ভিত্তি বলা হয়। প্রত্যেক জীবের কোষে সুনির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকে। মানুষের দেহের কোষে ২৩ জোড়া ক্রোমোসোম থাকে, যার মধ্যে ২২ জোড়া অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোসোম। পুরুষ ও নারীদেহে অটোসোম অভিন্ন কিন্তু সেক্স ক্রোমোসোম ভিন্ন হয়। ক্রোমোসোমের মধ্যে উঘঅ অবস্থান করে।

(গ) উদ্দীপকের আলোকে জীবের বংশগত এককের গঠন ব্যাখ্যা করো। ৩

(ঘ) সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য মা নয়, বাবাই দায়ী- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪

৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) চিত্র A এর রাসায়নিক গঠন বর্ণনা করো। ৩

(ঘ) চিত্র A এবং B এর মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে- তা বিশ্লেষণ করো। ৪

৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

বংশগতির একক DNA । এটি আবার ক্রোমোসোমের (X) মূল উপাদান। বর্তমান শতাব্দিতে জীবের যেকোনো চরিত্র পরিবর্তনে DNA কে ব্যবহার করা হয়। জীনগত বৈশিষ্ট্য বিনিময় ও স্থানান্তর করা যায়। এটা সর্বজনস্বীকৃত। মানবজীবনে জীন প্রকৌশল বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি (Y) সম্ভাবনার দ্বার উম্মোচিত করেছে।

(গ) Y প্রক্রিয়ার বিভিন্ন ধাপ চিত্রসহ লেখ। ৩

(ঘ) মানব লিঙ্গ নির্ধারণে X-এর ভূমিকা আলোচনা করো। ৪

৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রেটিকুলামে রয়েছে দ্বি-সূত্রাকার একটি উপাদান এবং নিউক্লিওলাসে রয়েছে এক-সূত্রাকার একটি উপাদান।

(গ) উদ্দীপকে উল্লিখিত নিউক্লিয়ার রেটিকুলামে বিদ্যমান উপাদানটির গঠন চিত্রসহ ব্যাখ্যা কর। ৩

(ঘ) উদ্দীপকে উল্লিখিত নিউক্লিয়ার রেটিকুলামে বিদ্যমান উপাদান ও নিউক্লিওলাসে বিদ্যমান উপাদান দুটির উভয়ই জেনেটিক বস্তু হিসেবে কাজ করতে সক্ষম। -বিশ্লেষণ করো। ৪

৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

বংশগতির রাসায়নিক ভিত্তি বলে পরিচিত নিউক্লিক এসিড জীবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি দুই ধরনের। কিছু নিম্ন শ্রেণির জীব ব্যতিত সকল জীবেই উপাদানটি দ্বিসূত্র বিশিষ্ট।

(গ) উদ্দীপকে উল্লিখিত প্রধান উপাদানটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ৩

(ঘ) জীবের বৈশিষ্ট্য সঞ্চারণ ও নিয়ন্ত্রণে উদ্দীপকের উপাদানের ভূমিকা বিশ্লেষণ করো। ৪



১০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

নাসিমা বেগমের দুটি মেয়ে তার মত দেখতে। কিছুদিন পর তার আরও একটি কন্যা সন্তান জন্ম নিল। এজন্য তার স্বামী নাসিমা বেগমকে দায়ী করল।

(গ) কন্যা সন্তানের জন্য নাসিমা বেগমকে দায়ী করা যায় কী? বিশ্লেষণ করো। ৩

(ঘ) যে উপাদানটি নাসিমা বেগমের বৈশিষ্ট্য তার সন্তানে বহন করে তার প্রধান গাঠনিক উপাদানের গঠন ব্যাখ্যা করো। ৪

১১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

মজিদ সাহেব ব্যাংকার। তার দুটি কন্যা সন্তান আছে। বড় কন্যাটি দেখতে বাবার মতো হলেও ছোট কন্যাটির চুল ও গায়ের রং বাবার মতো কিন্তু চেহারাটা মায়ের মত। সম্প্রতি তার আরও একটি কন্যা সন্তান হওয়ায় তিনি খুব ক্ষুদ্ধ। এক পর্যায়ে এ নিয়ে তার পারিবারিক কলহ শুরু হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হন এবং সমাধান পান।

(গ) মজিদ সাহেবের সন্তানদের মধ্যে এরূপ শারীরিক ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। ৩

(ঘ) মজিদ সাহেবের স্ত্রীর প্রতি ক্ষুব্ধ হওয়াটা ছিল অযৌক্তিক- যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪

১২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

পৃথিবীর অনেক দেশেই এখন সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা ছাড়াও আইন ব্যবস্থাকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য এবং সুবিচার পাবার জন্য এক নতুন পদ্ধতি চালু হয়েছে। এই পদ্ধতির নাম DNA টেস্ট বা DNA ফিঙ্গার প্রিন্টিং বা PCR । বাংলাদেশেও এই পদ্ধতি চালু আছে। অ

(গ) উদ্দীপকে ক্রোমোসোমের যে অংশটির কথা বলা হয়েছে তার গঠন চিত্রসহ বর্ণনা করো। ৩

(ঘ) সুবিচার পাবার ক্ষেত্রে যে পদ্ধতিটি আইনকে সহায়তা করেছে সেটি কীভাবে সম্পাদন করা হয় বর্ণনা করো। ১৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) প্রদর্শিত চিত্রের অঙ্গাণুটির অণুলিপন প্রক্রিয়া বর্ণনা করো। ৩

(ঘ) “নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে প্রদর্শিত অঙ্গাণুটির ভূমিকা অনস্বীকার্য।” উক্তটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৪

১৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

রানা তার একমাত্র সন্তানের জন্য লাল ও সবুজ রংয়ের বল কিনে নিয়ে আসে। তিনি একদিন তার ছেলেকে সবুজ বল আনতে বলায় তার ছেলে লাল বল আনে। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। ডাক্তারের পরামর্শ নিলে তিনি বলেন, ‘এই রোগটি তার মায়ের কাছে থেকে এসেছে।

(গ) উদ্দীপকের ঘটনাটি বর্ণনা করো। ৩

(ঘ) উদ্দীপকের ঘটনাটি রানা সাহেবের মেয়ের হওয়ার সম্ভাবনা আছে কি-বর্ণনা করো। ৪



১৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

টুনু তার দাদার বাড়িতে প্যাঁচানো সিড়ি দেখে তার বাবাকে বললো আমাদের বই এ সিড়ির মতো গঠনের একটি অঙ্গাণু আছে।

(গ) উদ্দীপকে প্যাঁচানো সিড়ির ন্যায় অংঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো। ৩

(ঘ) নতুন প্রজাতি উদ্ভাবনের ক্ষেত্রে উদ্দীপকের অংঙ্গাণুটির ভূমিকা অনস্বিকার্য- বিশ্লেষণ করো। ৪

১৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

উন্নত জীবে মাইটোসিস ও মিয়োসিস নামক কোষ বিভাজন সম্পন্ন হয়। মাইটোসিসের একটি ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এই ক্রোমোজোমের জন্য ছেলে ও মেয়ের লিঙ্গ নির্ধারিত হয়। আসলে কন্যা বা পুত্র সন্তানের জন্য পিতা-মাতা কেউই দায়ী নয়, ক্রোমোজোমের ভূমিকাই প্রধান।

(গ) উদ্দীপকের মাইটোসিসের যে ধাপের কথা উল্লেখ আছে তার পরবর্তী ধাপের সচিত্র বর্ণনা দাও। ৩

(ঘ) উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ কর। ৪

১৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) A, B, C, D জাইগোট হতে কোন ধরনের সন্তান হবে এবং কেন হবে- ব্যাখ্যা করো। ৩

(ঘ) সন্তান ছেলে-মেয়ে হওয়ার ব্যাপারে পিতাই মূলত দায়ী- চিত্রের আলোকে ব্যাখ্যা করো। ৪

১৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

রাহেলা বেগমের কোনো পুত্র সন্তান না হওয়ায় তাকে শ্বশুর-শ্বাশুড়ির নানান কথা শুনতে হয়। অতঃপর তার স্বামী বাড়ি এসে একদিন তাকে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তখন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ১টি ছকের মাধ্যমে তাদের বুঝিয়ে বলেন যে, কন্যা সন্তান জন্মের জন্য মা দায়ী নয়, বরং পুত্র সন্তান জন্মের জন্য পিতার ভূমিকাই মুখ্য।

(গ) রাহেলার পরিবারের সমস্যার কারণগুলো ব্যাখ্যা করো। ৩

(ঘ) সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য - কথাটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

১৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

আফসারার বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত। তাই আফসারা তীব্র থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে। নির্দিষ্ট ঔষধ খাবার পাশাপাশি কিছুদিন পর পর রক্ত নিতে হয়। এই ধরনের জটিল বিভিন্ন রোগের চিকিৎসায় জিন প্রকৌশল অধিক কার্যকর।

(গ) উদ্দীপকে উল্লিখিত রোগটির কারণ ও লক্ষণ ব্যাখ্যা করো। ৩

(ঘ) উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। ৪




২০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) চিত্রের উপাদানটির অনুলিপন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। ৩

(ঘ) উল্লিখিত অংশের সাথে Tobacco Mosaic Virus (TMV) এ প্রাপ্ত নিউক্লিক এসিডের তুলনামূলক আলোচনা করো। ৪

২১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

প্রতিটি সজিব কোষের প্রাণ হলো একটি অঙ্গাণু। এই অঙ্গাণুতে জীবের বংশগতির গুণাবলি বহনকারী উপাদান থাকে।

(গ) উদ্দীপকের প্রথম অঙ্গানুটির সচিত্র গঠন লিখ। ৩

(ঘ) উদ্দীপকের দ্বিতীয় অঙ্গানুটি বহনকারী উপাদানের গঠন বিশ্লেষণ করো। ৪

২২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

জীববিজ্ঞান ক্লাস শিক্ষক বিবর্তন, বিবর্তন ঘটার বৈরী জীবের বাঁচার সংগ্রাম, ডারউইনের বিবর্তন তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন। এছাড়া তিনি কিছু বিলুপ্ত প্রাণী সম্পর্কে ধারণা প্রদান করেন।

(গ) উদ্দীপকে শিক্ষকের আলোচিত প্রাণীর বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো। ৩

(ঘ) “একটি প্রাণী বেঁচে থাকার জন্য সংগ্রাম অবধারিত”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪

২৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

ক্লাশে জীববিজ্ঞানের শিক্ষক বংশগতি সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান সম্পর্কে বললেন। তিনি বংশগতির ভৌতভিত্তি সম্পর্কে একটি ভিডিও ক্লিপ দেখালেন। একজন ছাত্রের প্রশ্নের জবাবে তিনি বংশগতির ভিত্তি সম্পর্কে তাকে বুঝিয়ে দিলেন।

(গ) ভিডিওটি যে সম্পর্কে দেখালেন তার চিত্র এঁকে গঠন বর্ণনা করো। ৩

(ঘ) উদ্দীপকের শেষ লাইনে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তার গঠন ও জীবের অস্তিত্ব রক্ষায় এর অবদান সম্পর্কে আলোচনা করো। ৪

২৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

পৃথিবীর সকল জীবের চারিত্রিক বৈশিষ্ট্য পিতামাতার মাধ্যমে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। নিউক্লিয়াসের একটি উপাদান ক্রোমোসোমই এই বৈশিষ্ট্য স্থানান্তরের ধারক ও বাহক। ক্রোমোসোমের রাসায়নিক উপাদানের মধ্যে আছে DNA ও RNA । বর্তমানে DNA-টেস্ট একটি নতুন দিগন্ত উম্মোচন করেছে।

(গ) উদ্দীপকে কাকে বংশগতির নিয়ন্ত্রক বলা হয়েছে? ব্যাখ্যা করো। ৩

(ঘ) উদ্দীপকে ‘কে’ একটি নতুন দিগন্তের উম্মোচন করেছে? বিশ্লেষণ করো। ৪



২৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

কারখানায় দুর্ঘটনায় মৃতদেহ বিকৃত হওয়ার কারণে মৃত দেহগুলো সনাক্তকরণে অসুবিধার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ একটি বিশেষ পদ্ধতিতে মৃতদেহ সনাক্তকরণের ব্যবস্থা গ্রহণ করেছে। অপর এক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে কৃষি উন্নয়ন সম্ভব।

(গ) কর্তৃপক্ষের গৃহীত পদ্ধতি কিভাবে সম্পন্ন হবে- আলোচনা কর। ৩

(ঘ) উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ করো। ৪

২৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) উক্ত ভাইরাসের কারণে সৃষ্ট রোগের কারণ ও লক্ষণ লিখ। ৩

(ঘ) Y -এর অন্তর্ভুক্ত যেকোনো ১টি রোগ সম্পর্কে তোমার ধারণা দাও। ৪

২৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

রফিক সাহেবের এক ছেলে এক এক মেয়ে। ছেলে জন্মের এক বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে। প্রতি দুই মাস অন্তর অন্তর একবার রক্ত দিতে হয়। অপর পক্ষে মেয়ের বয়স বাড়ার পর লক্ষ্য করলেন যে, লাল ও সবুজ বর্ণ পৃথক করতে পারে না।

(গ) রফিক সাহেবের মেয়ের রোগটির কারণ ব্যাখ্যা করো। ৩

(ঘ) রফিক সাহেবের ছেলের রোগটির সাথে লিউকেমিয়া রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। ৪

২৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) চিত্র 'X' কে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। ৩

(ঘ) চিত্র 'X' এর প্রধান উপাদানটির সাহায্যে কীভাবে কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব- বিশ্লেষণ কর। ৪

২৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

টুমু টেলিভিশনের একটি চ্যানেলে দেখতে পেল যে, ব্রাজিলের একটি শহরে পোষা বিড়ালের মেলা হচ্ছে। সে দেখল, একই প্রজাতি হওয়া সত্ত্বেও বিভিন্ন বিড়ালের আকার, রং, বর্ণ ভিন্ন। পরবর্তীতে একদিন সে দেখে, বন্য পরিবেশে বিড়ালের বেড়ে উঠার চিত্র। এ সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে বিবর্তন ও অভিযোজন সম্পর্কে ধারণা দেন। অ

(গ) টুমুর দেখা প্রাণীগুলোর ভিন্নতার কারণ ব্যাখ্যা কর। ৩

(ঘ) উদ্দীপকের প্রথম পরিবেশের প্রাণীকে যদি দ্বিতীয় পরিবেশে ছেড়ে দেওয়া হয় তবে কী ঘটবে বিশ্লেষণ কর। 

৩০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

DNA, RNA শব্দগুলো জীববিজ্ঞানের আলোচিত কিছু শব্দের মধ্যে অন্যতম। জীবের ধারা বজায় রাখতে DNA, RNA এর ভূমিকা অনবদ্য।

(গ) মানবদেহে DNA এবং RNA কী ধরনের কাজগুলো করে থাকে? ব্যাখ্যা করো। ৩

(ঘ) “পিতামাতার বৈশিষ্ট্য সন্তান লাভ করে”- উদ্দীপকের উল্লিখিত উপাদান কোন প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মাঝে বিনিময় করে? ব্যাখ্যা করো। ৪

৩১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) উদ্দীপকের চিত্রটির গঠন বর্ণনা করো। ৩

(ঘ) উদ্দীপকের A অংশটির টেস্ট সুবিচার পাবার এক বিশেষ উপায়Ñ বিশ্লেষণ করো। ৪

৩২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) চিত্র X এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ৩

(ঘ) A তে যে অঙ্গানুটির নির্দেশ করা হয়েছে তা বংশগতীয় বৈশিষ্ট্য বহনের সাথে সম্পর্কিত- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। 

৩৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের একজন জীববিজ্ঞানের শিক্ষক বংশগতি সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি বংশ পারম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান সস্পর্কে বললেন। তিনি ছাত্রদের বংশগতির ভৌত ভিত্তি সম্পর্কে একটি ভিডিও দেখালেন। একজন ছাত্রের প্রশ্নের উত্তরে তিনি বংশগতির রাসায়নিক ভিত্তি সম্পর্কে তাকে বুঝিয়ে বললেন।

(গ) শিক্ষক ক্লাসে ছাত্রদের যে সম্পর্কিত ভিডিওটি দেখালেন তার গঠন বর্ণনা কর। ৩

(ঘ) উদ্দীপকে শেষ লাইনে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তার গঠন ও জীবের অস্তিত্ব রক্ষায় এর অবদান সম্পর্কে আলোচনা কর। ৪

৩৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

রাসায়নিকভাবে ক্রোমোসোম মূলত প্রোটিন ও নিউক্লিক এসিড নিয়ে গঠিত। নিউক্লিক এসিড সাধারণ দু ধরনের হয়ে থাকে। এ দু ধরনের নিউক্লিক এসিডের গঠনে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। ওয়ার্টসন ও ক্রীক নামক বিজ্ঞানীদয় একটি নিউক্লিক এসিডের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণ প্রদান করেন। তারা এর গঠনে ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন।

(গ) উদ্দীপকের নিউক্লিক এসিড দুটির মধ্যকার যেসব প্রধান পার্থক্য পরিলক্ষিত হয় তা উল্লেখ করো। ৩

(ঘ) উদ্দীপকের প্রস্তাবিত মডেলটির বৈশিষ্ট্য আলোচনা কর। ৪

৩৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

ক্রোমোসোম → A → জিন

চিত্র : X

(গ) উদ্দীপকের চিত্র- X এর A চিহ্নিত অংশটির অনুলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ৩

(ঘ) সামাজিক সমস্যা ও অপরাধী সনাক্তকরণে উদ্দীপকের 'A' অংশটির বিজ্ঞানভিত্তিক পরীক্ষা অত্যন্ত সহায়ক- বিশ্লেষণ করো। ৪

৩৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

A → বিড়ালের মেলা → আকার + বর্ণ + চেহারা ভিন্ন

B → DNA → RNA → Gene

(গ) A এর ভিন্নতার কারণগুলো ব্যাখ্যা করো। ৩

(ঘ) B এর উপাদানসমূহকে বংশগতির বস্তু বলার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

৩৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

সজীব মাল্টিমিডিয়া ক্লাস রুমে ক্লাস করার সময় লক্ষ করল তন্ময় স্ক্রিন এর লাল ও সবুজ রং এর লেখাগুলো কিছুতেই পড়তে পারছে না। উল্লেখ্য যে, এই ক্লাস রুমে শিক্ষক ডাইনোসরের বিলুপ্ত হওয়ার উপর একটি ভিডিও দেখাচ্ছিলেন।

(গ) তন্ময় এর এই সমস্যা কী বংশগতির সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো। ৩

(ঘ) ‘ডাইনোসর শক্তিশালী হওয়া সত্ত্বে বিলুপ্ত হয়ে গেল’ তবে পৃথিবীতে কারা টিকে থাকবে? বিশ্লেষণ করো। ৪

৩৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

আশরাফ সাহেবের বাগানে কিছু পেয়ারা গাছের পেয়ারার ভিতরে বর্ণ সাদা (WW) আবার কিছু পেয়ারা গাছের পেয়ারার ভিতরের বর্ণ লাল (ww)। লাল বর্ণের পেয়ারার চাহিদা বেশি হওয়ায় তিনি উক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করে পেয়ারা গাছ লাগালেন কিন্তু উক্ত গাছের সব পেয়ারার ভিতরের বর্ণ সাদা হয়েছে।

(গ) উদ্দীপকে কাংখিত বৈশিষ্ট্য প্রকাশিত না হওয়ার কারণ ব্যাখ্যা করো। ৩

(ঘ) মেন্ডেলের সূত্রানুসারে উক্ত বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার সুযোগ আছে কী? বিশ্লেষণ করো। ৪

৩৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) লিঙ্গ নির্ধারণের চিত্র ‘খ’ এর ভূমিকাই মুখ্য- ব্যাখ্যা করো। ৩

(ঘ) উদ্দীপকে চিত্রের ‘ক’ অঙ্গাণুটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো। ৪