বিভিন্ন দেশের মুদ্রার নাম দিয়ে প্রায়ই আসতে দেখা যায় বিসিএস এবং ব্যাংকজব পরীক্ষায়। সবগুলো একসাথে মনে রাখা অনেক কঠিন কিন্তু কিছু টেকনিক ফলো করলে অতি সহজেই আপনি মুদ্রার নাম মনে রাখতে পারেন । চলুন দেখে নিই বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার শর্টকাট টেকনিক।
** মুদ্রার নামঃ “দিনার”
টেকনিকঃ আজ তিসা ও লিবা কই ডিনার করবে?
আ=আলজেরিয়া, জ=জর্ডান, তি=তিউনিশিয়া, সা=সার্বিয়া, লি=লিবিয়া, বাহ=বাহরাইন,ক=কুয়েত,ই=ইরাক,ডিনার=দিনার।
** মুদ্রার নামঃ “ডলার”
টেকনিকঃ গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল।
গ- গায়ান ;নি- নিউজিল্যান্ড; মা- মার্কিন যুক্তরাষ্ট্র ;ঝী- জিম্বাবুয়ে ;জা- জামাইকা ;H- হংক ;S- সিংগাপুর ;C- কানাডা ;B- বেলিজ ;B- ব্রুনাই ;A- এন্টিগুয়া ও বারমুডা, অস্ট্রেলীয়া ;গেল- গ্রানাডা।
** মুদ্রার নামঃ “ক্রোনা”
ক্রোনা: স্কেন্ডেনেবিয়ার ৫টি দেশের (ফিডে আসুন) মধ্যে ৪টির মুদ্রা ক্রোনা, শুধু ফিনল্যান্ডের ইউরো।
টেকনিকঃ “ফিডে আসুন”
১.ফিনল্যান্ড; ২.ডেনমার্ক;৩.আইসল্যান্ড; ৪.সুইডেন; ৫.নরওয়ে।
** মুদ্রার নামঃ “পাউন্ড”
টেকনিকঃ “যুক্তরাজ্যে সিসা মিলে”
যুক্তরাজ্য- যুক্তরাজ্য, সি- সিরিয়া, সা- সাইপ্রাস, মি- মিশর, মি- মিশর, লে- লেবানন।
** মুদ্রার নামঃ “শিলিং”
টেকনিকঃ “তোর বেটি?”
তোর- তুরস্ক, বেটি- ভ্যাটিকান।
** মুদ্রার নামঃ “ইউরো”
টেকনিকঃ “ABC জাল দিয়ে সানম্যারিনো FISH ধরে MAMA র কাছে SPAIN পাঠান”
A= অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, B=বেলজিয়াম, ভ্যাটিক্যান, C=সাইপ্রাস, জা=জার্মানি, ল=লুক্সেমবার্গ, সানম্যারিনো=সানম্যারিনো, F=France, ফিনল্যান্ড, I=Italy, S=Spain, H=Holland, M=মোনাকো, A=এস্তোনিয়া, M=মন্টিনিগ্রো, মাল্টা, A=এন্ডোরা, কাছে=কসোভো, S=স্লোভেনিয়া, স্লোভাকিয়া, P=পর্তুগাল,A=Athence (গ্রীস), আয়ারল্যান্ড
** মুদ্রার নামঃ “রিয়েল”
টেকনিকঃ “ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদি যায়”
ওমা- ওমান, ইয়েমেন, ইরান, কাতা- কাতার, কম্বল- কম্ভডিয়া, সৌদি – সৌদি আরব।
** মুদ্রার নামঃ “রুপি”
টেকনিকঃ “রুপির ভারিতে শ্রী নে পা সিচে মরে”
ভারিতে-ভারত, শ্রী – শ্রীলংকা, নে- নেপাল, পা- পাকিস্তান, সিচে- সিচেলিস, মরে- মরিসাস।
** মুদ্রার নামঃ “পেসো”
টেকনিকঃ “আজ কলম্বাস চিলি vs উরুগুয়ের ফুটবল match দেখবে”
আজ=আর্জেন্টিনা, কলম্বাস=কলম্বিয়া, চিলি=চিলি, উরুগুয়ের=উরুগুয়ে, ফুট=ফিলিপাইন, বল=বলিভিয়া, match=মেক্সিকো।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম
দেশ | রাজধানী | মুদ্রা |
---|---|---|
ভারত | নিউ দিল্লী | রুপি |
পাকিস্তান | ইসলামাবাদ | রুপি |
শ্রীলঙ্কা | কলম্বো | রুপি |
নেপাল | কাঠমান্ডু | রুপি |
মালদ্বীপ | মালে | রুপিয়া |
ইন্দোনেশিয়া | জাকার্তা | রুপিয়া |
বাংলাদেশ | ঢাকা | টাকা |
ইরাক | বাগদাদ | দিনার |
কুয়েত | কুয়েত | দিনার |
জর্ডন | আম্মান | দিনার |
সার্বিয়া | বেলগ্রেড | দিনার |
মায়ানমার | নাইপিদো | কিয়াত |
আফগানিস্তান | কাবুল | আফগানি |
মালেশিয়া | কুয়ালা লামপুর | রিঙ্গিত |
জাপান | টোকিও | ইয়েন |
ভিয়েতনাম | হ্যানয় | ডং |
ভুটান | থিম্পু | গুলট্রাম |
চীন | বেইজিং | উয়ান |
মিশর | কায়রো | পাউন্ড |
আয়ারল্যান্ড | ডাবলিন | পাউন্ড |
সিরিয়া | দামেস্ক | পাউন্ড |
ইংল্যান্ড | লন্ডন | পাউন্ড স্টার্লিং |
কাতার | দোহা | রিয়াল |
সৌদি আরব | রিয়াধ | রিয়াল |
কম্বোডিয়া | নমপেন | রিয়াল |
ব্রাজিল | ব্রাসিলিয়া | রিয়াল |
ওমান | মাসকাট | রিয়াল |
ইরান | তেহেরান | রিয়াল |
দক্ষিণ কোরিয়া | সিওল | ওন |
উত্তর কোরিয়া | পিয়ংইয়ং | ওন |
হাঙ্গেরী | বুদাপেস্ট | ফোরিন্ট |
আর্জেন্টিনা | বুয়েনোস আইরেস | পেসো |
মেক্সিকো | মেক্সিকো সিটি | পেসো |
কলম্বিয়া | বোগোটা | পেসো |
ফিলিপিন্স | ম্যানিলা | পেসো |
উরুগুয়ে | মন্টিভিডিও | পেসো |
চিলি | সান্টিয়াগো | পেসো |
রাশিয়া | মস্কো | রুবল |
সুইজারল্যান্ড | বার্ণ | সুইস ফ্রাঁ |
পেরু | লিমা | সোল |
ভেনিজুয়েলা | কারাকাস | বলিভার |
মরক্কো | রাবার্ত | দিরহাম |
ফিনল্যান্ড | হেলসিঙ্কি | মারক্কা |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর | ডলার |
অস্ট্রেলিয়া | ক্যানবেরা | ডলার |
জিম্বাবোয়ে | হারারে | ডলার |
কানাডা | অটোয়া | ডলার |
নিউজিল্যান্ড | ওয়েলিংটন | ডলার |
থাইল্যান্ড | ব্যাংকক | বাহাত |
নাইজেরিয়া | আবুজা | নাইরা |
জর্জিয়া | তিবিলিস | লিরা |
ইতালি | রোম | লিরা |
তুর্কি | আঙ্কারা | লিরা |
প্যারাগুয়ে | আসুনসিয়ন | গুয়ারানি |
ইজরায়েল | জেরুজালেম | শেকেল |
নরওয়ে | অসলো | নরওয়েজিয়ান ক্রোনা |
সুইডেন | স্টকহোম | ক্রোনা |
পোল্যান্ড | ওয়ারশ | জলোটি |
পর্তুগাল | লিবসন | ইউরো |
অষ্ট্রিয়া | ভিয়েনা | ইউরো |
ফ্রান্স | প্যারিস | ইউরো |
বেলজিয়াম | ব্রাসেলস | ইউরো |
গ্রীস | এথেন্স | ইউরো |
নেদারল্যান্ড | আমস্টারডর্ম | ইউরো |
স্পেন | মাদ্রিদ | ইউরো |
বিভিন্ন পরীক্ষায় আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কত?
জাককানইবি : ২০১৮-১৯:
উত্তর : ১৭ মার্চ ১৯২০।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে উদ্যাপিত হয়-
(DNC’র : হিসাবরক্ষক ২০১৯)
উত্তর : জাতীয় শিশু দিবস।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস
গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটসম্যান ২০১৭
উত্তর : ১০ জানুয়ারি।
প্রশ্ন : জাতীয় শােক দিবস
তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ২০০১
উত্তর : ১৫ আগস্ট।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নতুন নামকরণ বাংলাদেশ’করেন-
বেরােবি : ২০১০-২০১১]
উত্তর : ৫ ডিসেম্বর ১৯৬৯।
প্রশ্ন : ‘Poet of Politics’ বলা হয় কাকে?
যবিপ্রবি : ২০১৮-১৯
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান—
উত্তর : ৮ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করেছিলেন কে?
রাবি : ২০২০-২১)
উত্তর : লােবেন জেঙ্কিল।
প্রশ্ন : বঙ্গবন্ধু ‘জুলিও কুরি পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের কত তারিখে?
খুবি : ২০১৯-২০)
উত্তর : ১০ অক্টোবর।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
(যবিপ্রবি : ২০১৮-১৯ )
উত্তর : আইন।
প্রশ্ন : আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন—
(স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী ২০১০]
উত্তর : যুগ্ম সম্পাদক।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তারিখে ছয় দফা কর্মসূচি ঘােষণা করেন—
[১৩তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা : ২০১৬)
উত্তর : ৫ ফেব্রুয়ারি ১৯৬৬।
প্রশ্ন : বঙ্গবন্ধু-ঘােষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে
চাবি : ২০২০-২১]
উত্তর : ৩।
প্রশ্ন : ১৯৬৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?
যবিপ্রবি : ২০১৯-২০
উত্তর : আমাদের বাচার দাবি : ছয় দফা কর্মসূচি।
প্রশ্ন : বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মােট আসামি সংখ্যা ছিল কত জন?
{৪০তম বিসিএস)
উত্তর : ৩৫ জন।
প্রশ্ন : জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ খেতাবে ভূষিত করা হয়
[সিনিয়র স্টাফ নার্স ২০২০)
উত্তর : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
প্রশ্ন : ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এ মামলা থেকে ১৯৬৯ সালের যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়(মেডিকেল ভর্তি ২০০৯-১০]
উত্তর : ২২ ফেব্রুয়ারি।
প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে?
(চবি : ২০১৯-২০]
উত্তর : টমাস উইলিয়ামস।
প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
শাবিপ্রবি : ২০১৬-১৭
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ যে বিষয়ে ঘােষিত হয়েছে
(ঢাবি : ২০২০-২১)
উত্তর : সৃষ্টিশীল অর্থনীতি।
প্রশ্ন :সম্প্রতি বাংলাদেশ সরকার যে ক্ষেত্রে বঙ্গবন্ধু জাতীয় পদক প্রদানের ঘােষণা দিয়েছে
চাবি : ২০২০-২১
উত্তর : কৃষি।
প্রশ্ন : রাশিয়া ভ্রমণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন কবির দেখা হয়েছিল?
(চবি : ২০২০-২১)
উত্তর : নাজিম হিকমত।
প্রশ্ন : কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন?
(চবি : ২০২০-২১)
উত্তর : বিবিসি।
প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ববি : ২০১৪-১৫]
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ফিল্ম তৈরি করছেন—
(জাবি : ২০২০-২১
উত্তর : শ্যাম বেনেগাল।
প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম কবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন?
(জাবি : ২০২০-২১)
উত্তর : ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে?
(চবি : ২০২০-২১)
উত্তর : ১৯৫৫ সাল।
প্রশ্ন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কোন সালে?
৪২তম বিসিএস)।
উত্তর : ২০১২।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদকের নাম কি?
(চবি : ২০১৯-২০)
উত্তর : কাজুহিরাে ওয়াতানাবে।
প্রশ্ন : সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
[জাবি : ২০১৯-২০l
উত্তর : ২০১৮।
প্রশ্ন : বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রােজনামচা’ গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক
কুবি : ২০১৯-২০)
উত্তর : অধ্যাপক ড. ফকরুল আলম।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ রাত কয়টায় বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন?
চবি : ২০২০-২১।
উত্তর : ১২টা ২০ মিনিটে।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাক্ষর করেন?
(চবি : ২০২০-২১)
উত্তর : ১৪ ডিসেম্বর, ১৯৭২।
প্রশ্ন : বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় স্বাধীন বাংলাদেশের প্রথম টেকনােক্র্যাট অর্থমন্ত্রী কে ছিলেন?
(জাবি : ২০২০-২১
উত্তর : আজিজুর রহমান মল্লিক।
প্রশ্ন : নাওয়ামি অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
জাবি : ২০২০-২১
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ নিচের কোন সময়কাল?
(কুবি : ২০১৯-২০)
উত্তর : বর্তমানে মুজিববর্ষের মেয়াদকাল ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০১২।
প্রশ্ন : গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয়েছে?
(চবি : ২০২০-২১)
উত্তর : ধান।
প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক
বিবি : ২০১৪-১৫
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনীর বর্ণনানুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কি কাজ করতেন?
জাককানইবি : ২০১৮-১৯
উত্তর : মালির কাজ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের ওপর রচিত বইয়ের নাম কী?
(বশেমুরবিপ্রবি : ২০১৯-২০)
উত্তর : ৩০৫৩ দিন।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইংরেজি অনুবাদ করেন–
(বশেমুরবিপ্রবি : ২০১৮-১৯
উত্তর : ফকরুল আলম।
প্রশ্ন : ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’-এর কোন খণ্ড সম্প্রতি বের হয়েছে?
(বশেমুরবিপ্রবি : ২০১৮-১৯)।
উত্তর: ১ম।