লিটন স্যারের অ্যাপ: জ্ঞান অর্জনের আধুনিক উপায়!
পড়াশোনা হবে সহজ, গতি হবে দ্বিগুণ!ডিজিটাল যুগের জন্য আধুনিক শিক্ষা প্ল্যাটফর্ম।আজই ডাউনলোড করুন এবং নিজেকে এগিয়ে রাখুন!সব বিষয়ের সমাধান এক জায়গায় - লিটন স্যারের শিক্ষামূলক অ্যাপ।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ – সাধারন জ্ঞান – কিছু গুরুত্বপূর্ণ তথ্য -প্রশ্ন ও উত্তর
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২
- উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।
- ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
- পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
- বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।
- Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
- প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)
- রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
- বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।
- বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।
- বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
- বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
- বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
- মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।
- FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
- সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
- জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ : হাভিয়ের কাবরেরা (স্পেন)।
- ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।
- ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।
পদ্মা সেতু a to z – জানা অজানা তথ্য ও বিভিন্ন প্রশ্ন – উত্তর !
- আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)
- ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১
- বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০
- ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
- ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।
- ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
- ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
- COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়।
- পরিচালক
- – রেজওয়ান শাহরিয়ার।
- বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর
- – ২০১৫-১৬
- গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ
- – চীন।
- প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
- বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation’.
- ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
- বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই
- রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।
ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি। - অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ - হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।
রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য - ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২
দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)। - E-Sim=Embedded Subscriber Identity Module.
- বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
- BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
- বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা
- গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
- বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
- ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর
- ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত।
- ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
- বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ
চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।
- মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় – ১৯৭৩ সালে।
- ২০২১ সালে বৈধ পথে প্রবাসী রেমিট্যান্স আসে – ২২ বিলিয়ন ডলারের বেশি।
- সাদা সোনা বলা হয় – চিংড়িকে।
- বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ – ব্রি ধান-৫২।
- গ্রিনিচের দ্রাঘিমা – ০ ডিগ্রি।
- আন্তজার্তিক তারিখ রেখা অতিক্রম করেছে – প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে।
- পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় – ২৩ সেপ্টেম্বর।
- ইউরেনাসের উপগ্রহের সংখ্যা -২৭ টি।
- ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আসে – মোগল।
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় – ১৬০০ সালে।
- পলাশীর যুদ্ধ সংগঠিত হয় – ১৭৫৭ সালে।
- ২০২০-২১ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে – ২৫৯১ ডলার।
- পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মান করবে – যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি আইএম পাওয়ার।
- চট্টগ্রামের বাঁশখালীতে এলএনজিভিত্তিক – ৬০০ মে.ও বিদ্যুধ কেন্দ্র করবে সৌদি আরবেন অ্যাকুয়াপাওয়ার।
- ২০২০-২১ অর্ত বছরের চুড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার – ৬.৯৪%
আফ্রিকা কাপ অব নেশনস জিতে – সেনেগাল। - প্রথম বাংলাদেশি নারী সাঁতারু হিসেবে সোনা জেতেন – মাহফুজা খাতুন, ২০১৬ সালে।