Ticker

6/recent/ticker-posts

প্রাথমিক বৃত্তি পরীক্ষা

 

লিটন স্যারের অ্যাপ: জ্ঞান অর্জনের আধুনিক উপায়!

পড়াশোনা হবে সহজ, গতি হবে দ্বিগুণ!ডিজিটাল যুগের জন্য আধুনিক শিক্ষা প্ল্যাটফর্ম।আজই ডাউনলোড করুন এবং নিজেকে এগিয়ে রাখুন!সব বিষয়ের সমাধান এক জায়গায় - লিটন স্যারের শিক্ষামূলক অ্যাপ।

Click Download ↓

প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে

Write By- লিটন দাস 

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। গতবারের মত এবারও কেবলমাত্র উপজেলা সদরে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ২০২২ সালের বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়েছিলে। এদিন সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত ২ঘন্টা সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

প্রাইমারি স্কুলের বৃত্তির পরীক্ষার সিলেবাস

প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৪টি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। বিষযগুলো হলে- বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান।

মোট চারটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের পরীক্ষা দুই ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হবে।প বিষয় থেকে ১৫ টি এমসিকিউ ও একটি রচনামূলক প্রশ্ন থাকবে। এমসিকিউ প্রশ্নের প্রতিটির মান ১ নম্বর আর রচনামূলকে ১০ নম্বর থাকবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩: প্রশ্নের কাঠামো ও মান বন্টন

শিক্ষার্থীকে প্রশ্নপত্র সম্বলিত বুকলেট সরবরাহ করা হবে। বুকলেট এর নির্ধারিত জায়গায় টিক চিহ্ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথকভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি বিষয়ে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে।

সঠিক উত্তর নির্বাচনে একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া যাবেনা। একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে এ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না।

বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। দুইটি অনুচ্ছেদ থেকে ৪টি করে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তক হতে থাকবে । একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০ ।

গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।

ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে। যার মান ১০ নম্বর।প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনামূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।

এ বিষয়ে প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।বার্ষিক পরীক্ষায় ফলাফল যেসব শিক্ষার্থী এগিয়ে থাকবে তাদের মধ্যে, ১০% থেকে ২৫% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে বৃত্তি পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষা প্রতিটি উপজেলা সদরে অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের প্রাথমিকের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সংক্রান্ত কোন তথ্য জানার থাকলে আমাদের লিখে জানান অথবা কল করতে পারেন 01798686432 (লিটন দাস)

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন




মোছাঃ নাজমুন নাহার নাজমা 

মিফতা হুল জান্নাত মীম

মিতা রানী নাথ 

সৃষ্টি রানী বিশ্বাস 

সুমাইয়া আক্তার 

মাঈশা বিনতে হেলাল

ফরিদা ইয়াছমিন নুরী

মোছাঃ হাবিবা বেগম

সানজিদা আক্তার মুন্নি

তামিমা ইসলাম 

মোমতাহিনা আক্তার মুন্নি

শান্তা রানী দাস

জয়া রানী বিশ্বাস 

আল মামুন আহমদ 

মোঃ বাচ্চু মিয়া

চয়ন রায়

শিপুল মোহন্ত

মাধব দাস অন্তর

ফরহাদ মাহমুদ রাজ

শ্রীধাম দেবনাথ 

সুবর্ণ সিংহ 

কাইয়ুম আহমদ ফাহিম

ফাহাদ আহমদ ফারহান

ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ

বার্ষিক পরীক্ষার রেজাল্ট -২০২৩

শ্রেনি - নবম

বিষয় - পদার্থ বিজ্ঞান 

সৃজনশীল 

বহুনির্বাচনি 

ব্যবহারিক 

মোট

মোট পরীক্ষার্থী ২৩ জন।

কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা -২০ জন

অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা -০৩ জন

পাসের হার- ৮৬.৯৬%


লিটন দাস

খন্ডকালীন শিক্ষক( পদার্থবিজ্ঞান) 

ভমো


Amaz Collection 

✅ Word & PDF File 📑🏆

1️⃣ SSC_General Math 👇

2️⃣ SSC_English 1st Paper 👇

3️⃣ SSC_English 2nd Paper 👇

4️⃣ SSC_ General Science 👇

5️⃣ SSC_ICT 👇

6️⃣ SSC_Physics 👇

7️⃣ SSC_Chemistry 👇

8️⃣ SSC_Biology 👇

9️⃣ SSC_Higher Math 👇

🔟 SSC_Civics 👇

Class 8_Math 👇

Class 8_Science 👇

Class 8_ICT 👇



➡️⏯️ প্রথমে লিংকে ঢুকে সব ফাইল ডাউনলোড করে করে নিবেন। 
➡️ তারপর নিচের লিংক হতে ফন্টগুলো ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করলেই সব লেখা সাপোর্ট করবে। 
Word/Doc's File মোবাইলে সাপোর্ট করবে না।

⏯️➡️ Font file 👇

📌এগুলো কারোর কাছে শেয়ার করবেন না। শেয়ার করেছেন ধরা পড়লে আপনার জিমেইল এর Access বন্ধ করে দিব📌

📌এতোকিছু এতো কম দামে দিলাম। আপনার কাছে একটা দাবি পেজে বা পেজের পোস্টের কমেন্ট এ একটা সুুন্দর রিভিউ দেওয়ার জন্য অনুরোধ রইল। রিভিউ দিলে খুবই খুশি হবো রিভিউ দেখলে কাস্টমার বিশ্বাস পায়।

📌 রিভিউ দিলে আমাদের অনেক উপকার হয়। প্যাকেজ গুলো কেনার জন্য অনেক অনেক অনেক শুভ কামনা রইল।

রিভিউ কমেন্ট যে পোস্ট এ করবেন সেই পোস্ট এর লিংক দিলাম। প্লিজ একটা রিভিউ কমেন্ট করেন সবাই।


আপনাকে ধন্যবাদ ♥️