Ticker

6/recent/ticker-posts

৫ম শ্রেনির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১/১২ অধ্যায়ের প্রশ্ন

 





প্রশ্ন-২০ : সানজিদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি। তাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?

উত্তর : সানজিদদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই।
 সাধারণ
প্রশ্ন-২১ : গারোরা কোন ভাষায় কথা বলে?
উত্তর : গারোরা ‘আচিক’ ভাষায় কথা বলে।
প্রশ্ন-২২ : ত্রিপুরা জাতিসত্তারা কোন ধর্মাবলম্বী?
উত্তর : ত্রিপুরা জাতিসত্তারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী।
প্রশ্ন-২৩ : খাসি সমাজের প্রধান দেবতার নাম কী?
উত্তর : খাসি সমাজের প্রধান দেবতার নাম উবøাই নাংথউ।
প্রশ্ন-২৪ : গারোদের প্রধান উৎসবের নাম লেখ।
উত্তর : গারোদের প্রধান উৎসবের নাম ‘ওয়াংগালা’।
প্রশ্ন-২৫ : খাসিদের ভাষার নাম কী?
উত্তর : খাসিদের ভাষার নাম ‘মনখেমে’।
প্রশ্ন-২৬ : বাংলাদেশের তিনটি ক্ষুদ্র জাতিসত্তার নাম লিখ।
উত্তর : বাংলাদেশের তিনটি ক্ষুদ্র জাতিসত্তার নাম হচ্ছে- গারো, খাসি ও ত্রিপুরা।
প্রশ্ন-২৭ : ত্রিপুরা উপজাতি কোন কোন জেলায় বসবাস করে।
উত্তর : ত্রিপুরা উপজাতি বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দারবান জেলায় বসবাস করে।
প্রশ্ন-২৮ : গারোরা কোথা থেকে বাংলাদেশের আসে?
উত্তর : গারোরা তিব্বত থেকে বাংলাদেশে আসে।
প্রশ্ন-২৯ : ম্রো জাতিসত্তারা কোথায় বসবাস করে?
উত্তর : বাংলাদেশের পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী ম্রো, মায়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ম্রো জাতিসত্তা বাস করে।
প্রশ্ন-৩০ : গারোদের পোশাক কেমন?
উত্তর : গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দকবান্দা বা দকশাড়ি। আর পুরুষদের পোশাক শার্ট, লুঙ্গি, ধূতি।
প্রশ্ন-৩১ : ওঁরাও জাতিসত্তা কোথায় বাস করে?
উত্তর : বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, রাজশাহী ইত্যাদি জেলায় ওঁরাও জাতিসত্তা বাস করে।
প্রশ্ন-৩২ : নাতং কী?
উত্তর : ত্রিপুরা নারীরা কানে যে দুল পরে তাকে নাতং বলে।
প্রশ্ন-৩৩ : পূর্বের গারোদের বাড়ির নাম কী?
উত্তর : অতীতে গারোরা নদীর ধারে লম্বা এক ধরনের বাড়ি নির্মাণ করত যার নাম ছিল ‘নকমান্দি’।
প্রশ্ন-৩৪ : ‘খাসি’ জনগোষ্ঠী কেন পান সুপারি দিয়ে অতিথিদের আপ্যায়ন করে?
উত্তর : ‘খাসি’ জনগোষ্ঠী পান সুপারিকে পবিত্র মনে করে তাই তারা পান সুপারি দিয়ে অতিথিদের আপ্যায়ন করে।
প্রশ্ন-৩৫ : ওয়াংগালা কিসের নাম?
উত্তর : ওয়াংগালা একটি উৎসবের নাম।
প্রশ্ন-২৬ : বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর : বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
প্রশ্ন-২৭ : সার্ক গঠিত হয় কবে?
উত্তর : সার্ক গঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
প্রশ্ন-২৮ : ইউনিসেফ কাদের উন্নয়নে কাজ করে?
উত্তর : ইউনিসেফ বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে।
প্রশ্ন-২৯ : ঋঅঙ কী?
উত্তর : ঋঅঙ হচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা।
প্রশ্ন-৩০ : জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর : জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
প্রশ্ন-৩১ : বর্তমান জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
উত্তর : বর্তমান জাতিসংঘের মহাসচিব দক্ষিণ কোরিয়ার নাগরিক।