প্রাসঙ্গিক কথা
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
যুগ এখন অনেক বদলে গেছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমি তৈরি করেছি Smart Math And English Book. SSC শিক্ষার্থীরা এই শিটের অনকগুলো পাড়লে তাদের ১০০% A+ আসবে। আমি মূলত ৫০ ধরনের অংক নিয়ে আলোচনা করেছে। তোমরা যদি এই অংক গুলো তোমাদের শিক্ষকের সহায়তায় সমাধান করতে পারো তাহলে নিশ্চিত A+ পাবে তোমরা।শুধু প্রয়োজন একটু প্রচেষ্টা।
সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল দেওয়া হয়েছে।এখন আসি ইংরেজি সাজেশন সম্পর্কে -
আমাদের দেশের অসংখ্য ইংরেজি শিক্ষার্থী (VI, VII, J.S.C., S.S.C., H.S.C.) ও Admission test সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা চিন্তা করেই সম্পূর্ণ নতুন Syllabus এর আলোকে ‘Smart Math And English Book" বইটি রচিত হয়েছে।
বইটিতে সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের উপযোগি করে ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ পদ্ধতি ও সৃজনশীল পদ্ধতিতে Letter, Application, CV, E-mail, Dialogue, Paragraph, Composition, Graph & Chart, Completing Story নিজে থেকে বানিয়ে লেখার বিশেষ টেকনিকসমূহ বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করা হয়েছে। বইটি পড়ে শিক্ষার্থীবৃন্দ যথেষ্ট উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস ।
যাই হোক, আমরা এই Series- এর আলোচ্য বিষয়গুলিকে তথ্যগত ও অনন্য ত্রুটি থেকে বইটিকে মুক্ত রাখার জন্য সাধ্যমত চেষ্টা করেছি। তবুও কোন ভুল-ত্রুটি বা অসামঞ্জস্য আমাদেরকে অবহিত করলে তা কৃতজ্ঞতার সাথে গ্রহন করা হবে। যারা বইটি লিখতে উৎসাহ যুগিয়েছেন, গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ও সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থী, যদি বইটি পড়ে উপকৃত হও, তবে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে বলে আমরা আশা করি ।
সকলের শুভ কামনায়
লিটন দাস
নিচে ↓ একটু অপেক্ষা করুন পিডিএফ ফাইলে বইটি পড়তে কিংবা ডাউনলোড করতে পারবে।
লিটন স্যারের অ্যাপ: জ্ঞান অর্জনের আধুনিক উপায়!
পড়াশোনা হবে সহজ, গতি হবে দ্বিগুণ!ডিজিটাল যুগের জন্য আধুনিক শিক্ষা প্ল্যাটফর্ম।আজই ডাউনলোড করুন এবং নিজেকে এগিয়ে রাখুন!সব বিষয়ের সমাধান এক জায়গায় - লিটন স্যারের শিক্ষামূলক অ্যাপ।